ক্রীড়া প্রতিবেদক:
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আজ মুখোমুখি হয়েছে সিটি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে আগে ব্যাট করেছে মোহামেডান। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৮ রানের বিশাল স্কোর গড়েছে তারা। এই ম্যাচে এলবিডব্লিউয়ের শিকার হয়ে মেজাজ হারিয়েছেন মোহামেডানের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
৮ বলে ৬ রান করে আসিফ হাসানের শিকার হয়েছেন মিরাজ। তবে নিজের আউটটি কোনোভাবেই মেনে নিতে পারছেন তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর বেশ কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়েছিলেন তিনি। এরপর ডাগআউটে এসে মোবাইলে বার বার রিপ্লে দেখেছেন। এ নিয়ে কথা বলেছেন মাঠের বাইরে থাকা আরেক আম্পায়ারের সঙ্গেও। পরে ড্রেসিংরুমে গিয়ে সতীর্থ সাকিব আল হাসানকে ডিভিওটি দেখিয়ে নালিশই জানান মিরাজ। সাকিবের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, তিনিও আউটটির বিপক্ষে।
এ সময় দলের অন্যরাও দেখেন ভিডিওটি। মোহাম্মদ আশরাফুল শান্ত্বনা দেন মিরাজকে। এদিকে মিরাজ ৬ রান করলেও রান উৎসব করেছে দলের অন্য ব্যাটাররা। অধিনায়ক ইমরুল কায়েস ১২১ বলে ১১৪ রানের ইনিংস খেলেছেন। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেও ছিল ঝড়। ৫৯ বলে ৭১ রান করেছেন তিনি। মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৬৫ রান। শেষ দিকে নেমে সাকিব আল হাসান করেছেন ১৬ বলে ২৬।