ক্রীড়া প্রতিবেদক:
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। সিলেটে ওয়ানডে সিরিজ ও চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে দাপটের পর ঢাকায় টেস্টেও আক্রমণাত্বক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। সোমবার দুপুরে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
মিরপুরে খেলা ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে দুজন পেসার খেলিয়েছে বাংলাদেশ। এবার সে সংখ্যাটা বাড়ার সুযোগ দেখছেন বাংলাদেশ অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উইকেট যেমন আছে, অবশ্যই পেসার বাড়ার সুযোগ থাকবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। টেস্টে পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পেসাররা যদি শুরুর দিকে দুই-তিনটা উইকেট এনে দিতে পারে, তাহলে প্রতিপক্ষ মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে। এখন আমাদের পেসাররাও অনেক ভালো ও বিশ্বমানের। তারা নিশ্চয়ই ভালো করার চেষ্টা করবে।’
মিরাজ আরো যোগ করেন, ‘যেহেতু ঘরের মাঠে খেলা, আমরা স্পিনাররা এখানে ভালো করি। কিন্তু সুযোগ পেসারদেরও থাকবে। উইকেটটা আমরা দেখেছি। ভালো উইকেট করার চেষ্টা করা হয়েছে, যেন সবাই ভালো করতে পারে। যেন আমরা সত্যিকারের টেস্ট ক্রিকেটটা খেলতে পারি। পেস বোলিং বলেন, স্পিন বোলিং বলেন, ভালো দলই সাজানো হচ্ছে।’