বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

মেসিকে পিএসজিতে আনাটাই ‘ভুল’ ছিল?

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:
লিলের বিপক্ষে শেষ মুহূর্তে গোলের পর মেসির উল্লাস।চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্য পিএসজি কর্তৃপক্ষ কত অর্থই না ঢালছে! প্রথমে নেইমারকে আনা হলো, এরপর লিওনেল মেসিকে। তাছাড়া এমবাপ্পেকে বিপুল বেতন আর সুযোগ সুবিধা দিয়ে রিয়াল মাদ্রিদে যাওয়া থেকে আটকানো হয়েছিল। এতকিছু করার পরও তারা শিরোপার দেখা পায়নি। এখন ফ্রান্স তথা পিএসজির সাবেক ফুটবলার জেরম রোথেন বলছেন, মেসিকে বার্সেলোনা থেকে প্যারিসে আনাটাই ভুল সিদ্ধান্ত ছিল!

২০২১ সালে পিএসজিতে আসার পর সেই মৌসুমে তেমন কিছুই করতে পারেননি মেসি। তবে এবারের মৌসুমে তিনি ভালোই পারফর্ম করছেন। এতেও অবশ্য জেরম রোথেন সন্তুষ্ট নন। তিনি বলেছেন, ‘লিওনেল মেসি (পিএসজিতে) আসার পর থেকেই অধারাবাহিক। ফুটবল ইতিহাসে নিজের জায়গা তৈরি করা একজনকে নিয়ে এভাবে বলা কঠিন। তবে দুর্ভাগ্যবশত তার প্রচেষ্টা এবং তার পারফরম্যান্সের ক্ষেত্রে এটাই সত্যি। নানা কারণে সে এটা পারেনি। সে নিশ্চিতভাবেই নিজেকে বার্সেলোনা কর্তৃক বঞ্চিত মনে করে।’

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে ১–০ গোলে হেরেছে পিএসজি। দ্বিতীয় লেগে জিততে না পারলে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ হয়ে যাবে। এমন মুহূর্তে জেরম বলছেন, বার্সা থেকে মেসিকে আনা ভুল ছিল, ‘যদিও সে বলে যে এখানে এসে তার জীবন উন্নত হয়েছে; তবে মাঠে সেটা দেখা যাচ্ছে না। এটা দেখা যায় না। লিলের বিপক্ষে শেষ মুহূর্তে ফ্রি–কিকটা বাদ দিলে মাঠে আর কোনো পরিপূর্ণতা নেই মেসির। লুইস ক্যাম্পোসকে দায়িত্ব নিতে হবে। তাকে স্বীকার করতে হবে যে যে লিওনেল মেসিকে নিয়ে আসা ভালো ব্যাপার ছিল না। এটা ব্যর্থ হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com