ক্রীড়া ডেস্ক:
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ডের লক্ষ্যে ছিল ৩৯৪। বড় লক্ষ্য তাড়া করতে নেমে আজ টেস্টের চতুর্থ দিনে মাত্র ১২৬ রানে গুটিয়ে গেছে কিউইরা। ফলে ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ইংলিশরা।
৫ উইকেটে ৬৩ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনের মধ্যেই বাকি পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখে ৫৭ রানে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে এসেছে ২৫ রান, টম ল্যাথামের সংগ্রহ ১৫। দলের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
জেমস অ্যান্ডারসন ১৮ রানে ৪ শিকার করেছেন। অপর পেসার স্টুয়ার্ট ব্রডও নিয়েছেন চার উইকেট। তবে অ্যান্ডারসন-ব্রডকে ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হ্যারি ব্রুক। প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৪ ফেব্রুয়ারি বেসিন রিজার্ভে শুরু হবে।