ক্রীড়া ডেস্ক:
ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুকে তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত ভবন থেকে মৃত উদ্ধার করা হয়েছে। শনিবার তার এজেন্ট বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বর্তমানে হাতেস্পোর ফুটবল দলে খেলছিলেন আতসু। এর আগে তিনি ইংলিশ ক্লাব চেলসি ও নিউ ক্যাসেলে খেলেছেন।
৩১ বছর বয়সী এই ফুটবলারকে একবার জীবিত উদ্ধার করা হয়েছিল বলে খবর দিয়েছিল তার নিজের ক্লাব। পরে অবশ্য তারা নিজেদের অবস্থান বদলে জানায়, আতসুকে পাওয়া যায়নি।
এবার আতসুকে হাতে শহরের নিজ অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তুপ থেকে মৃত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তার এজেন্ট।
আতসুর এজেন্ট নানা সেশের টুইটে শনিবার জানিয়েছেন, ‘সকালে আতসুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
সূত্র: বিবিসি