রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

আমি তো খারাপ সময় দেখি না : শামীম পাটোয়ারী

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক:
বিপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনী করে জাতীয় দলে এলেও মাত্র ১০ ম্যাচেই আপাতত থেমে গেছে শামীম হোসেন পাটোয়ারীর আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০২১ সালে জাতীয় দলে সুযোগ পেয়ে সেই বছরই বাদ পড়েন। সেই শামীম পাটোয়ারী আজকের এলিমিনেটরে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের জয়ের নায়ক। তবে ক্যারিয়ারের এই পরিবর্তনকে খারাপ সময় কাটিয়ে ভালো সময়ে ফেরার মতো করে দেখেন না শামীম।

রান তাড়ায় নেমে রংপুর রাইডার্সের ৪ উইকেটে জয়ের পথে শামীম খেলেন ৫১ বলে ৪টি করে চার-ছক্কায় ৭১ রানের ইনিংস। সুযোগ ছিল সেঞ্চুরি করার কিংবা ম্যাচটা শেষ করে আসার। দলকে জিতিয়ে আসতে না পারার আক্ষেপ আছে কি না―এমন প্রশ্নে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘আমি যেহেতু ৭-৮ নম্বরে ব্যাটিংয়ে নামি, ওই সময়টায় ব্যাটিং করা সহজ নয়। আমি যখনই নামি, চাই ফিনিশ করে আসতে। তবে আপনারা জানেন, ওই জায়গাটায় ফিনিশ করা সহজ না।’

শামীমকে আজ তিনে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন রংপুর রাইডার্স কোচ সোহেল ইসলাম। বিপিএল দিয়েই শামীম পাটোয়ারীর উত্থান। তারপর জাতীয় দলে সুযোগ পাওয়া। সেখানে প্রমাণ করতে না পেরে বাদ পড়েন তিনি। আজ আবার বিপিএলে হয়ে গেলেন দলের জয়ের নায়ক। ভালো আর খারাপ সময়ে পার্থক্যটা কিভাবে দেখেন শামীম? জবাবে ছোট্ট করে এই তরুণ বলেন, ‘আমি তো খারাপ সময় দেখি না। আমি সব সময় উপভোগ করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com