ক্রীড়া ডেস্ক:
স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি আজ থেকে শুরু হয়েছে। নাগপুরে প্রথম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে বসেছে স্বাগতিকরা। অজিদের ১৭৭ রানে গুটিয়ে ১ উইকেটে ৭৭ রান তুলে দিন শেষ করেছে ভারত।
অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত আছেন ৬৯ বলে ৫৬ রানে। তাঁর সঙ্গী নাইটওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিন (০)। লোকেশ রাহুল সাজঘরে ফিরে গেছেন ২০ রান করে। অজিদের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার টড মার্ফি।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে প্যাট কামিন্সের দল। মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়েছিল তারা। সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার (১) ও উসমান খাজা (১)। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন মার্নাস লাবুশান ও স্টিভ স্মিথ। ৪৯ রানের ইনিংস খেলে আউট হন লাবুশান।
ম্যাট রেনশো মেরেছেন ‘ডাক’। বেশি দূর যেতে পারেননি স্মিথও, ৩৭ রান করে থামেন তিনিও। এরপর অ্যালেক্স ক্যারির ৩৬ ও পিটার হ্যান্ডসকম্বের ৩১ রানের কল্যাণে ১৭৭ রানের স্কোর পায় অজিরা। রবিন্দ্র জাদেজা ৪৭ রানে ৫ উইকেট নেন। আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শিকার ৩ উইকেট।