ক্রীড়া প্রতিবেদক:
ইনজুরি কাটিয়ে বিপিএলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ বুধবার মিরপুর শেরে বাংলায় দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট থেকে সবার আগে ছিটকে যাওয়া খুলনা টাইগার্স।
সিলেট স্ট্রাইকার্সের জন্য আজ নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করার দারুণ সুযোগ। ইতোমধ্যেই তাদেরকে ধরে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান ১৬ পয়েন্ট নিয়ে ইমরুল কায়েসের দল আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে।
কুমিল্লা এবং সিলেট দুটি দলেরই একটি করে ম্যাচ বাকি। গতকাল রুদ্ধশ্বাস লড়াইয়ে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে হারিয়ে দিয়েছিল কুমিল্লা। তাই সিলেটকে আজ জয়ের পাশাপাশি রানরেটও বাড়িয়ে নিতে হবে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখার জন্য।