শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিলের যুবারা

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। চূড়ান্ত পর্বে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার আজকের ম্যাচটাই শেষ পর্যন্ত অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছিল। ম্যাচটি ব্রাজিলের যুবারা জিতে নেয় ২-০ ব্যবধানে।

কলম্বিয়ার বোগোতা স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৮৩ মিনিটে গোল পায়নি কোনো দলই, ম্যাচটি এগোচ্ছিল ড্রয়ের দিকেই। কিন্তু ৮৪তম মিনিটে হেডে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন অধিনায়ক আন্দ্রে সান্তোস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো।

চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ার আগে লাল কার্ড দেখেন ব্রাজিলের ডগলাস মেন্ডেস। এ নিয়ে টুর্নামেন্টটিতে ১২ বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। পাঁচ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এক পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে থেকে আসর শেষ করেছে উরুগুয়ে। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে তিনে স্বাগতিক কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই তিন দল নাম লিখিয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com