ক্রীড়া ডেস্ক:
কদিন পরই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসময় যেন পিছু ছাড়ছে না প্যারিসের দলটির। ঘরোয়া প্রতিযোগিতায় একের পর এক ধাক্কা খেয়েই যাচ্ছে তারা। ফরাসি কাপ থেকে বিদায় হওয়ার পর শনিবার হারল লিগ ওয়ানের ম্যাচেও। মোনাকোর কাছে ৩-১ গোলে হারের পর ক্ষিপ্ত কোচ ক্রিস্তাফ গালতিয়েরের।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘আমি ক্ষিপ্ত কারণ ম্যাচের শুরুটা বিপর্যয়ের মতো ছিল। এক গোল হজমের পরও আশা ছিল, এরপর আমরা তিন গোল হজম করে বসলাম। ৩-১ গোলে পিছিয়ে পরার ম্যাচে ফেরাটা আরো কঠিন কাজ।’
মোনাকোর বিপক্ষে ছিলেন না মেসি-এমবাপ্পের মতো তারকারা। এ পিএসজি কোচ বলেন, ‘কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিল। খেলোয়াড় ও সমর্থক – সবার জন্যই সময়টা খারাপ যাচ্ছে। মঙ্গলবার আমাদের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পেতে সবার এক সাথে বসতে হবে। বিশ্বকাপ বিরতি শেষে খেলা শুরু হওয়ার পর আমরা অনেক গোল হজম করেছি। আমাদের আত্মবিশ্বাস পেতে হবে।’