জ্যেষ্ঠ প্রতিবেদক |
ঢাকার চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের (সিএমএম) আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ১০ তলা ভবনের বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিভিন্ন কাগজপত্র ও মালামাল পুড়ে গেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ওই এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় বিচারক, আইনজীবীসহ অনেক বিচার প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন। আগুন লাগার পর পরই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।