অনলাইন ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ঢাকা শহরে অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না।’
আজ বুধবার (২ অগাস্ট) সকাল সাড়ে ১০টায় ধানমণ্ডি ২/এ (ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন) এলাকায় নির্মিত রিকশা স্ট্যান্ড পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, ‘অপরিকল্পিত গড়ে ওঠা এই নগরকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। অনিবন্ধিত অতিরিক্ত রিকশা সড়কের গতি কমাচ্ছে।
সিটি করপোরেশন নির্দিষ্টসংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে নামাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’