বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

আগুনে পুড়লো সাততলা বস্তির শতাধিক ঘর

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৫ বার পঠিত

অনলাইন ডেস্ক:
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ‌্য নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানান, বস্তির বেশির ভাগ ঘর টিন দিয়ে তৈরি। মুহূর্তের মধ্যেই এ কারণে আগুন বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দিলে তা নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে শতাধিক ঘর পুড়ে যায়। অনেকেই মাথা গোজার ঠাঁই হারিয়ে বিলাপ করছেন। কেউবা পুড়ে যাওয়া ধ্বংসস্তুপের মধ্যে প্রয়োজনীয় মালামাল খুঁজছেন। এরমধ্যে নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন বিপাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com