ধর্ম জীবন ডেস্ক:
সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ১৩ বাংলাদেশি ওমরাহযাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ধর্ম প্রতিমন্ত্রী এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
গত সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশের আকাবা শার এলাকায় ওমরাহযাত্রী বহনকারী এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি নিহত হন। পরে এ সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।
এ ঘটনায় আহত ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।