বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

দাম না বাড়িয়ে উপায় নেই: কৃষিমন্ত্রী

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৪ বার পঠিত

অর্থ বাণিজ্য ডেস্ক:

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। তাদের আয় কমবে, পণ্য উৎপাদন করে কৃষক লাভবান হবেন না। তাদের জীবনযাত্রার মানও কমবে। ছেলে মেয়েদের লেখাপড়ার উপরেও প্রভাব পড়বে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনৈতিক যে অবস্থা তাতে দাম না বাড়িয়ে উপায় নেই।

বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

এর আগে নেদারল্যান্ডসের পাঁচ জন সংসদ সদস্য ও রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা পৃথিবীতে বিপ্লবীরা, বিদ্রোহীরা, রাজনীতিবিদরা জেলে থেকে রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুও জেলে বসে রাজনীতি করেছেন।

ভারতে জয়ললিতা, লালু প্রসাদ যাদবও কারাদণ্ড মাথায় নিয়ে রাজনীতি করেছেন। সেই অর্থে কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াও রাজনীতি করতে পারবেন। আদর্শবাদী রাজনীতিবিদ হলে জেল হলেও কারো রাজনীতি বন্ধ করা যায় না। তবে সংবিধান অনুসারে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com