বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মুখোমুখি আ. লীগ-বিএনপি, ১১ বাইকে আগুন

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা-কর্মীরা শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে জমায়েত হন। বিএনপির নেতা-কর্মীরা পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতা-কর্মীরা সড়কের ওপর ছিল। এ সময় বিএনপির নেতা-কর্মীরা এসে অতর্কিত হামলা করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ হামলা চালিয়েছে। এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com