অনলাইন ডেস্ক:
নেদারল্যান্ডস সরকার বেশ কয়েকজন রুশ কূটনীতিককে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ও বৈশ্বিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থাসহ বিভিন্ন বিষয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) ডাচ সরকারের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত নেদারল্যান্ডস কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। আর হেগে (নেদারল্যান্ডেসের রাজধানী) রাশিয়ান দূতাবাসে রাশিয়ান কূটনীতিকদের সংখ্যা কমিয়ে ফেলবে।
এক বিবৃতিতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা বলেন, কূটনীতির আড়ালে নেদারল্যান্ডসে গোয়েন্দা এজেন্টদের আনার চেষ্টা করছে রাশিয়া। আমরা কোনোভাবেই এমনটি হতে দিতে পারি না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়, কয়েকজন রুশ কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ত্যাগ করতে হবে। তবে এ সময়ের মধ্যে ঠিক কতজনকে রাশিয়ায় ফিরে যেতে হবে, তা স্পষ্ট করেনি ডাচ সরকার।
সূত্র : আলজাজিরা