আন্তর্জাতিক ডেস্ক:
এয়ারবাসের কাছ থেকে ২৫০টি বিমান কিনকে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বিমান কেনাবেচার ইতিহাসে এটা অন্যতম বড় ঘটনা।
এই চুক্তির আওতায় ৪০টি এ৩৫০ মডেলের লং রেঞ্জের বিমান ও ২১০ ন্যারো বডির বিমান কিনবে টাটা গ্রুপের মালিকানাধীন বিমান সংস্থাটি।
বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ার বাসের প্রধান নির্বাহী গুইলাউমে ফাউরি বলেছেন, ‘এয়ারবাসের জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা, এটা এয়ার ইন্ডিয়ার পুনর্জাগরণে সাহায্য করবে।’
এসময় রতন টাটা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভিডিওকলে যুক্ত ছিলেন।
এয়ারবাস জানিয়েছে এই চুক্তির মূল্য ১০০ বিলিয়ন ডলার।
এসময় ম্যাক্রোঁ বলেছেন, ‘ফ্রান্স ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এই চুক্তি একটা মাইলফলক হয়ে থাকবে।’
আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘অ্যাভিয়েশন (উড্ডয়ন) খাতে অচিরেই ভারত তৃতীয় বৃৎত্তম হতে যাচ্ছে।’ মোদির দাবি, আগামী ১৫ বছরে ভারতের ২৫০০ বিমান দরকার হবে।
সূত্র: এনডিটিভি