বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

হুওয়ারা শহরকে ‘মুছে ফেলার’ ইসরায়েলি আহ্বানের নিন্দা সৌদির

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫৭ বার পঠিত

অনলাইন ডেস্ক:

পশ্চিম তীরের হুওয়ারার প্রবেশদ্বারে একটি বিক্ষোভের সময় একজন ব্যক্তি ফিলিস্তিনি পতাকা নাড়েছেন। ছবি : ইপিএ
একজন ইসরায়েলি কর্মকর্তা অধিকৃত পশ্চিম তীরের হুওয়ারা শহরকে মুছে ফেলার আহ্বান জানানোর পর শুক্রবার সৌদি আরব কট্টরপন্থী এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইউইও ইসরায়েলের বিবৃতির নিন্দা করেছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই বর্ণবাদী এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে সৌদি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এটি ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি দখলদার ইসরায়েলি সত্তা পরিচালিত সহিংসতা ও চরমপন্থার মাত্রাকে প্রতিফলিত করে।’

এ ছাড়াও দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ‘লজ্জাজনক’ অনুশীলনগুলো ও উত্তেজনা বন্ধ করতে এবং ‘বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা’ প্রদানের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে আল-বুদাইউই একটি প্রেস বিবৃতিতে বলেছেন, ঘৃণা ও সহিংসতার আলাপ মোকাবেলা করা প্রয়োজন। এর পরিবর্তে অঞ্চলটিতে উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে সহনশীলতা এবং মানব সহাবস্থানের মূল্যবোধকে উন্নীত করতে হবে।

জিসিসি প্রধান মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য সমস্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন এবং দুই দেশের সমাধানকে ঝুঁকির মধ্যে ফেলে এমন অবৈধ অনুশীলনের অবসানের আহ্বান জানান।

সূত্র : আশর্ক আল-আওসাত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com