আন্তর্জাতিক ডেস্ক:
এক দিনে, প্রায় একই সময়ে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর তিনটি বিমান। এ ঘটনায় নিহত হয়েছেন এক পাইলট। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মধ্যপ্রদেশের মোরেনাতে বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণ বিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। মাঝ আকাশে দু’টি বিমানে সংঘর্ষ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিধ্বস্ত হওয়া মিরাজ ২০০০ বিমানটিতে ছিলেন এক জন পাইলট। তবে সুখোই ৩০ বিমানটিতে দুজন পাইলট ছিলেন। এদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপর এক পাইলট নিহত হয়েছে।
রাজস্থানেও শনিবার সকালে বিধ্বস্ত হয়ে একটি বিমান। ভরতপুরে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় এটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিমান বাহিনী।