অনলাইন ডেস্ক:
দেশে গত এক দিনে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারা দেশে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে ভর্তি হয়েছে পাঁচজন, ঢাকার বাইরে ১৭ জন। এ সময়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নতুন রোগীদের নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন নারী ও পাঁচজন পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩৫ শতাংশ রোগী ঢাকা মহানগরের ও ঢাকার বাইরে ৬৫ শতাংশ। মৃত ব্যক্তিদের ৫৭ শতাংশ ঢাকা ও ৪৩ শতাংশ ঢাকার বাইরে বিভিন্ন জেলায় হাসপাতালে মারা গেছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, বরগুনা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৭ শতাংশের বয়স ১৬ থেকে ৪৫ বছর।