শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

নির্বাচনবিরোধী সহিংসতার কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫ বার পঠিত

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো প্রার্থীর বিশৃঙ্খলা করার অধিকার নেই। নির্বাচনবিরোধী সহিংসতায় জড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করবো।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা দেশ পরিচালনা করছি। সবকিছু শতভাগ পারফেক্ট হবে না, সমালোচনার বিষয় থাকবেই। আর সমালোচনা হলেই তো শুদ্ধ হওয়ার সুযোগ থাকে।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের আমন্ত্রণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করছে তাদের কেন আমন্ত্রণ করবো? তাদের তো আমন্ত্রণ পাওয়ার কোনো অধিকার নেই। নির্বাচনের পক্ষে যারা আছেন, তারা আমন্ত্রণ পাবেন।

সিপিডির প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৯২ হাজার কোটি টাকা কোথায় গেল? এই টাকাগুলোর সন্ধান দিলে আমরা এর জবাব দেবো।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com