রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশের শান্তি নষ্ট করতে কেউ কেউ চক্রান্ত করে: পররাষ্ট্রমন্ত্রী

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৫ বার পঠিত

অনলাইন ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। আমাদের মতো শান্তিপ্রিয় দেশ বিশ্বে খুব কম আছে। তবে কেউ কেউ এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে নানা চক্রান্ত করে। যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে যে সতর্কতা জারি করেছে তা এমনই একটি চক্রান্তের ফল। তবে এটা নিয়ে বাংলাদেশ ভাবে না।

শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য সমসাময়িক বিভিন্ন দেশে এমন ভ্রমণ সতর্কতা জারি করে। কারণ তারা নিজেদের নাগরিকদের দায় নিতে চায় না। এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। এখানে বাংলাদেশের কিছু করার নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশে এসে বিদেশিরা নিরাপত্তাহীনতায় ভোগে না, কিন্তু বাংলাদেশিরা মাঝেমধ্যে বিদেশে গিয়ে বিপদে পড়েন। তবে সরকার এসব বিষয়ে সচেতন। বাংলাদেশের সরকার নিজ দেশের নাগরিকদের রক্ষা করতে জানে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা সবসময়ই শান্তির পক্ষে। আমরা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আর ফিলিস্তিন লাখ লাখ লোককে বিতাড়িত করছে, যা মানবতার জন্য লজ্জাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com