অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফইল ফটো
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৬ দিনের স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার সন্ধ্যা দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে সন্ধ্যা ৬টায় উনার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।উল্লেখ্য, গত শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের।