শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পঠিত

অনলাইন ডেস্ক:

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। শনিবার সকালে রবীন্দ্র সরোবরে এ কর্মসূচি শুরু হয়। দলটি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির এ কর্মসূচির আয়োজন করে।

জনসচেতনতামূলক এ কর্মসূচিতে সকাল ৯টা থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত হন। এদিন কয়েক হাজার নেতাকর্মী রবীন্দ্র সরোবরে জড়ো হন। অনুষ্ঠানে ডা. প্রাণ গোপালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেটে জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com