অনলাইন ডেস্ক:
দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। টানা আগামী পাঁচদিন বৃষ্টি আরো বাড়তে পারে।
বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।