শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

৪০০ কেভি সঞ্চালন লাইনের দ্বিতীয় সার্কিট চালু

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৪ বার পঠিত

অনলাইন ডেস্ক:

আমিনবাজার-মেঘনাঘাট ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনের দ্বিতীয় সার্কিট ৪০০ কেভি ভোল্টেজে সফলভাবে চালু হয়েছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন লাইনটি আমিনবাজার গ্রিড উপকেন্দ্র থেকে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত করা হয়েছে।

গত ২৫ জুন এই লাইনের ১ম সার্কিট ৪০০ কেভি ভোল্টেজে চালু করা হয়েছিল। উভয় সার্কিট ৪০০ কেভিতে চার্জ করার কাজ সম্পন্ন হওয়ায় লাইনটি পূর্ণ সক্ষমতা অর্জন করলো।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক পোস্টে জানান, ২০০৯ সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল ৮ হাজার সার্কিট কিলোমিটার। ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের হাত ধরে বর্তমানে এ বিদ্যুৎ সঞ্চালন লাইনের পরিমাণ ১৫ হাজার ৪৬৭ সার্কিট কিলোমিটার ছাড়িয়ে গেছে।

তিনি পোস্টে আরো লেখেন, একই সময়ে জাতীয় গ্রিড সাবস্টেশন ক্ষমতা ছিল মাত্র ১৫ হাজার ৮৭০ এমভিএ। বর্তমানে যার সক্ষমতা দাঁড়িয়েছে ৬১ হাজার ৫২৫ এমভিএ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com