সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

খুমেক হাসপাতাল: ডেঙ্গু রোগীদের জন্য মেডিসিন বিভাগে ৫ ইউনিট

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৩ বার পঠিত

অনলাইন ডেস্ক:

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন ডেঙ্গুরোগী। মঙ্গলবার (১১ জুলাই) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরে খুলনায় সর্বমোট ৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। অনেকেই জ্বর হলেই এ হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরে তাদেরকে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করানোর পর নিশ্চিত হই তারা ডেঙ্গু জ্বরের রোগী কি না।

তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের জন্য মেডিসিন বিভাগে ৫টি ইউনিট খোলা হয়েছে। এই ৫ ইউনিটে মোট বেড সংখ্যা আছে ৩৪টি। এর মধ্যে পুরুষ ও মহিলাদের ১৬টি করে বেড এবং শিশুদের রয়েছে ২টি বেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com