বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

বিএনপির জন্য সংলাপের দরজা সব সময় খোলা : রেলমন্ত্রী

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪৬ বার পঠিত

অনলাইন ডেস্ক:
সংলাপের জন্য অতীতেও দরজা খোলা ছিল, ভবিষ্যতেও দরজা খোলা থাকবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ভালোর জন্য বিএনপি আসলে সংলাপের দরজা খোলা থাকবে। এ জন্যে তাদেরকেই (বিএনপি) এগিয়ে আসতে হবে।

আজ শনিবার পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে নড়াইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে সংলাপ প্রসঙ্গে নুরুল ইসলাম সুজন বলেন, নির্বাচন কেন্দ্রীক আলোচনা নির্বাচনের আগে সব সময়ই হতে পারে। সেই দরজা খোলা আছে। কিন্তু আপনি নির্বাচন বানচাল করবেন, আপনি সরকারকে মানবেন না, অসাংবিধানিক সরকার দাবি করবেন, এই সংলাপে তো আওয়ামী লীগের যাওয়ার কথা না।

মন্ত্রী আরো বলেন, সংলাপের প্রদীপ সব সময়ের জন্য জ্বলে।

যদি কোনো ভালো জিনিসের জন্য হয় তাহলে সব সময়ের জন্য সেটা খোলা ছিল, সামনেও থাকবে। সংলাপ আহ্বানের বিষয় না। দরজা সব সময় খোলা আছে। অবশ্যই তাদেরকে আসতে হবে।

আমরা সংবিধানের ওপর দাঁড়িয়ে আছি।
তিনি বলেন, যে সমস্যাগুলো আসছে, এগুলো থাকবেই। সংবিধানের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা হবে। নির্বাচন হবে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে জ্বালাও পোড়াও করেছে।

আমার নির্বাচনী এলাকায় ২০১৪ ও ২০১৮ দুই নির্বাচনই ভালো হয়েছে। রাতের ভোট নিয়ে যে গল্প বলা হয়, এটা নির্বাচন শেষে তাদের চিন্তা। যারা আজকে বড় বড় কথা দাবি করছে এরা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় দল গঠন করে নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com