অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ১০টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও দলীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।