অনলাইন ডেস্ক:
সিংড়ার ১২ ইউনিয়নের নেতাদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ আমরা শুধু বুকে ধারণ করি না। আমরা কর্মেও তা পালন করি।
বুধবার দুপুরে সিংড়ার ১২ ইউনিয়নের নেতাদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। মানুষকে বিপদে ফেলে কখনো ঘরে বসে থাকেনি। জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। তার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে হাঁটছে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বন্দুকের নল দিয়ে বঙ্গবন্ধুককে হত্যা করে ক্ষমতা দখল করেছিলেন খুনি জিয়াউর রহমান। ২০০৪ সালে খুনি তারেক রহমান হাওয়া ভবনে বসে খালেদা জিয়ার পরামর্শে হত্যার পরিকল্পনা করেছিলেন। গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাসহ শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করেছিলেন। তারা আওয়ামী লীগকে নিঃশেষ করতে চেয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের হাতে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড অ্যাডভোকেট ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এম এম আরিফুল ইসলাম।