শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

দুর্ঘটনার যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেল ‘সোনার বাংলা স্পেশাল’

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৫০ বার পঠিত

অনলাইন ডেস্ক:

সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন ট্রেন। গত ১৬ এপ্রিল ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে পরের দিন ১৭ এপ্রিল ঢাকা স্টেশন থেকে ট্রেনটির নির্ধারিত যাত্রা বাতিল করা হয়। তবে ওই দিনের যাত্রীরা আজ বুধবার ‘সোনার বাংলা স্পেশাল’ ট্রেনে করে ঢাকা স্টেশন ছেড়েছেন। ৩০ মিনিট বিলম্বে সকাল সাড়ে ৮টায় এই স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের ২ নাম্বার প্ল্যাটফরম থেকে ছেড়ে যায়।

৩০২০ নাম্বার মিটার গেজ লোকোমোটিভের সঙ্গে ১৪ কোচের বিশেষ এই ট্রেনে যাত্রী আছেন ৩১৭ জন। এতে লোকোমোটিভ পরিচালনার দায়িত্বে আছেন লোকোমাস্টার নজরুল ইসলাম। তার সঙ্গে সহকারী লোকোমাস্টার হিসেবে রয়েছেন মজিবুর রহমান। ট্রেনের গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমুল শিকদার।

ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির গণমাধ্যমকে বলেন, ‘আমরা ১৭ এপ্রিলের এই ট্রেনের মোট ৫৮৪টি আসন বিক্রি করেছিলাম। এর মধ্যে দুর্ঘটনার পর ২৬৭টি আসন রিফান্ড করেন যাত্রীরা। অবশিষ্ট ৩১৭ জন যাত্রী এই ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘লাভ-লোকসান বড় কথা নয়। যাত্রীদের আস্থা ধরে রাখা ও তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com