শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে বাইডেনের শুভেচ্ছা

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৫৬ বার পঠিত

অনলাইন ডেস্ক;

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পূর্তি ও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। বাংলাদেশের মানুষ গভীরভাবে মুক্তি ও স্বাধীনতার মূল্য বোঝে। নিজেদের ভাগ্য নির্ধারণ করতে ও মাতৃভাষায় কথা বলতে তারা ১৯৭১ সালে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’

বাংলাদেশের আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট গণতন্ত্র, সাম্য, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন।

এ ছাড়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে স্বাগত জানান জো বাইডেন। ৫০ বছরের বেশি কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় অনেক কিছু অর্জন করেছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com