অনলাইন ডেস্ক:
আপিল বিভাগের চেম্বার আদালতে গেজেট স্থগিতের আবেদন খারিজ হয়ে যাওয়ায় নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী কার্যক্রমে আর কোনও বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার (২১ মার্চ) আপিল বিভাগে রিট আবেদনকারী আইনজীবীর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদে নয়, মো. সাহাবুদ্দিনকে মনোনীত করে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন স্থগিতের বিষয়ে রিট করা হয়েছিল। ওই রিট মেন্টেনেবল না, তাই হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছিলেন। ওই খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। আপিল আবেদনটিও চেম্বার জজ আদালত খারিজ করেছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ায় আইনগত কোনও বাধা নেই। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির শপথ নিতেও কোনও বাধা নেই।
এর আগে, এদিন রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।