রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

আগামীতে ১০ বছরের শিশুরাও পাবে জাতীয় পরিচয়পত্র’

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৮ বার পঠিত

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) বর্তমানে যন্ত্রপাতির সংকট নেই। সংকট রয়েছে শুধু জনবলের। এরপরও হয়রানিমুক্ত সেবা দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে ‘ভোটার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার সারাদেশে ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ স্লোগান সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে। এখন যাদের বয়স ১৬ বছর, তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। তাদের নাম শুধুমাত্র ভোটার তালিকায় থাকবে না। তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার হয়ে যাবেন। আগামীতে যাদের বয়স ১০ বছর হবে, তাদেরকেও দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র।’

তিনি আরো বলেন, ‘আগে ওয়েবক্যাম দিয়ে ভোটারদের ছবি তোলা হতো। এতে ছবিতে কিছু অস্পষ্টতা থাকত। বর্তমানে আধুনিক ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, তাই ছবি স্বচ্ছ ও সুন্দর হয়। যাদের এনআইডি কার্ডে পুরোনো ছবি রয়েছে, তারা চাইলেই নির্বাচন কমিশনে এসে ছবি পরিবর্তন করে নিতে পারেন। সেবা নিতে সরকারি ফি ব্যাংকে জমা দেওয়া ছাড়া কাউকে অতিরিক্ত কোনো টাকা দেবেন না।’

আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ড. মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com