রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

দেশ নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপির: তথ্যমন্ত্রী

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭ বার পঠিত

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল নয়। তাদের আগ্রহ কেবল খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি।
তিনি আরো বলেন, বিএনপি সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায়। আমরাও চাই, কারণ তার সাজা কার্যকর করতে হবে।

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি থাকবে। কারণ আওয়ামী লীগ রাজপথের দল। ক্ষমতায় থাকলেও আমরা কর্মসূচি দেব, না থাকলেও দেব।

এর আগে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) সঙ্গে তিনি মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আমাদের সরকার গণমাধ্যমবান্ধব। দেশে সংবাদমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। পৃথিবীর অনেক বড় দেশেও এতো বেশি সংবাদমাধ্যম নেই।

তিনি জানান, প্রকাশিত হয় না এমন ১০০ পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়েছে। এর মধ্যে যেসব পত্রিকা কেবল বিজ্ঞাপন দিলেই বের হয়, যারা কেবল তদবির করে বেড়ায়, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কারণ, তাদের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com