বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

‘এইচএসসি পাস করা শিক্ষার্থীদের তুলনায় কলেজগুলোতে আসন বেশি আছে’

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ বার পঠিত

শিক্ষা ডেস্ক:

এইচএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছেন তার থেকে কলেজগুলোতে আসন সংখ্যা অনেক বেশি রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দুই দিনব্যাপী চাঁদপুর সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা যারা পাস করেন তাদের কেউ কেউ বিভিন্ন পেশাগত শিক্ষার দিকে ধাবিত হন। কেউ চিকিৎসা বিজ্ঞানে, কেউ প্রকৌশলে, কেউ স্থাপত্যে আবার কেউ আইনে এভাবে চলে যান। আবার অনেকে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে যান উচ্চ শিক্ষার জন্য। আমাদের সারাদেশে ২২৫৭টি কলেজ রয়েছে। সেখানেও অনেকে উচ্চ শিক্ষার জন্য যান। আবার অনেকে কারিগরি শিক্ষার জন্যও যান। সবমিলিয়ে আমাদের আসন সংখ্যা যে পরিমাণ রয়েছে তা পাস করা শিক্ষার্থীর চেয়ে বেশি। ফলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে কোনো অসুবিধা হবে না।

এর আগে সাহিত্য মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা
প্রশাসক কামরুল হাসান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও বাংলা একাডেমির মহাপরিচালক ড. আমিনুর রহমান সুলতান। মেলায় চাঁদপুরের প্রায় দেড় শতাধিক সাহিত্যকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com