অনলাইন ডেস্ক
ফের বন্ধ হয়েছে মেট্রো রেল চলাচল। সম্প্রতি বেশ কয়েকবার এ ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। যার কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। একই ঘটনার পুনরাবৃত্তিতে বেশ বিরক্ত যাত্রীরা।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঘণ্টাখানেক ধরে মেট্রো রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। তাৎক্ষণিক বিস্তারিত না জানালেও বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে।
মেট্রো রেলের নিয়মিত যাত্রী নূর জানান, তিনি ২৭ মিনিট ধরে মিরপুর ১০ স্টেশনে দাঁড়িয়ে আছেন। তবে মেট্রো রেল আসছে না।
সুষ্পিতা চৌধুরী নামের আরেক যাত্রী জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোর অপেক্ষায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন।
এর আগে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছিল মেট্রো রেল বলে জানিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড।