অনলাইন ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মিকে কারা সাহায্য-সহযোগিতা দিচ্ছে এ প্রশ্ন তুলেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। আজ বৃহস্পতিবার ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠণ ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন।
রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি মিয়ানমারকে কেন রাশিয়া অস্ত্র দিচ্ছে?
জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, শুধু রাশিয়া নয়, ভারত, চীনসহ আরো অনেকেই মিয়ানমারকে সহযোগিতা করছে। কিন্তু কিছু দেশ মিয়ানমারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
রাশিয়ার রাষ্ট্রদূত এ পর্যায়ে বলেন, আরাকান আর্মিকে কারা সহযোগিতা করছে? বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কারা সহযোগিতা করছে? রাশিয়া করছে না।
ডিকাব সভাপতি নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুও বক্তব্য রাখেন।