মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৪ বার পঠিত

অনলাইন ডেস্ক:
দ্বাদশ জাতীয় নির্বাচনে আগামীকাল রবিবার সকাল ৮টায় ভোট দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা-১০ আসনের অধীনে সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন।

আজ শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হওয়ার কারণে নিজ এলাকায় ভোট দিতে পারছেন না।

ঢাকার ধানমন্ডি এলাকার ভোটার হিসেবে এখানে ভোট দিচ্ছেন। একই কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়।
ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে এই আসন গঠিত হয়েছে। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন ঢাকার চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।

আসনটিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও চারজন প্রার্থী অংশ নিয়েছেন।
১৯৮৬ সাল থেকে শেখ হাসিনা অন্যান্য আসনের পাশাপাশি গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসনে প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে বিগত দুই বছর শুধু এই একটি আসন থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। এ বছরও এই আসন থেকে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com