শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

অপপ্রচার রোধে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২ বার পঠিত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে জোড়ালো ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার নিউইয়র্কের একটি মিলনায়তনে জাতিসংঘের ৭৮তম অধিবেশনের বাইরে সেন্টার ফর এনআরবি আয়োজিত একটি সাইডলাইন কনফারেন্সে এ আহ্বান জানান তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং বিষয়ক এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে শান্তির সংস্কৃতি প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। যা বিপুল ভোটে অনুমোদন পায়।

তিনি আরো বলেন, ঋণ পরিশোধে বাংলাদেশ কোনোদিন খেলাপী হয়নি।

দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরে ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা ঠেকাতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে জাতিসংঘের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com