অনলাইন ডেস্ক:
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতি-প্রকৃতি’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: ডেইলি বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের উন্নয়ন হোক সেটা বিদেশিরা চায় না। কারণ দেশ গরিব হলে তাদের সুবিধা হয়। দেশের উন্নয়ন দেশের মানুষকেই করতে হবে। ওদের ভেলকিতে আপনারা পা দেবেন না।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতি-প্রকৃতি’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ কে আব্দুল মোমেন বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে আরো ২০টি দেশে নির্বাচন রয়েছে। বাংলাদেশের উন্নয়নের গতিপ্রকৃতি কিভাবে ধরে রাখা যায়, সেদিকে আলোকপাত করা উচিত। দুনিয়ার অনেক জায়গায় ইলেকশন হয়, কিন্তু সেখানে ওইসব কথাবার্তা আসে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১-২০০৬ পর্যন্ত আমাদের অর্থনীতি ও সামাজিক অবস্থার দিকে তাকালেই দেখা যাবে, আমাদের কী অবস্থা ছিল। যদি বিএনপি-জামায়াত নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ আবারো ৬৪ জেলায় এক যোগে বোমা হামলা, জঙ্গিবাদ ও গ্রেনেড হামলাসহ নানা নৈরাজ্য সৃষ্টি হবে। আবারো বাংলাদেশ দুর্নীতিতে প্রথম হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া। এতে বক্তব্য দেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান লিটু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিল্টন বিশ্বাস প্রমুখ।