সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪৭ বার পঠিত

অনলাইন ডেস্ক:

চার দিনের সফরে সুইজারল্যান্ডের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টা ১৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০৭ ফ্লাইটে ঢাকা থেকে জেনেভার উদ্দেশে রওনা হন তিনি।

জেনেভা সময় বিকেল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) ফ্লাইটটি জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থলে যাবেন।

তিনি জেনেভায় সবার জন্য সামাজিক ন্যায়বিচার বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। আগামীকাল বুধবার দুই দিনব্যাপী ওই সম্মেলন শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, পানামার সাবেক প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা, ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীসহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের অতিথি সম্মেলনে বক্তব্য দেবেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com