বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

‘সিদ্দিকবাজার-সায়েন্স ল্যাবের ঘটনায় জঙ্গিসংশ্লিষ্টতা পাওয়া যায়নি’

বিজয়ের কাগজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪২ বার পঠিত

অনলাইন ডেস্ক:

রাজধানীর সায়েন্স ল্যাব এবং গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় জঙ্গিসংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডারবৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সিদ্দিকবাজারের ঘটনায় নাশকতার কোনো কিছু পাইনি আমরা। সায়েন্স ল্যাবের বিস্ফোরণের ঘটনায়ও এমন কিছু পাওয়া যায়নি। এর পরও আমরা তদন্ত করছি, ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। আইনগতভাবে যা করার তা করছি। এখন পর্যন্ত জঙ্গিসংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।’

পার্বত্যাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্প্রতি জঙ্গিদের আস্তানার খোঁজ পাহাড়ে পাওয়া যায়। তাদের অবস্থান চিহ্নিত করে আমরা অভিযান পরিচালনা করেছি। এখনো সফলভাবে অভিযান পরিচালিত হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’

এ সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির উপমহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2023 Dailybijoyerkagoz
Theme Dwonload From ThemesBazar.Com