আন্তর্জাতিক ডেস্ক:
আজ বুধবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পটি ৫৭.৪ কিলোমিটারের মাঝারি গভীরতায় ছিল। ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩৮ মিনিটে আঘাত হানে। এটি নিউজিল্যান্ডের প্যারাপারউমু অঞ্চল থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীভূত ছিল।
নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ‘সেখানে একটি বড় কম্পন অনুভূত হয়েছে। প্যারাপারাউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। যার মাত্রা ছিল ৬.০ এবং ৫৭ কিলোমিটার গভীরে উত্তর দ্বীপে ব্যাপকভাবে এটি অনুভূত হয়েছে।’
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। বিধ্বংসী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল নিউজিল্যান্ডে আঘাত হানার পরেই ভূমিকম্পটি হলো। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে চারজন নিহত হয়েছে এবং পুরো উত্তর দ্বীপ জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।